বেশ চটপটে মেয়ে আলি ভাট। সবকিছুতেই তিনি বেশ স্বতঃস্ফুর্ত, কিন্ত এবার তিনি জানালেন একটি আপত্তির কথা। ছবির প্রয়োজনে চুমু খেতে পারেন এমনকি বিকিনি পরতেও আপত্তি নেই, তবে নগ্ন দৃশ্য এক্কেবারেই না। বিটাউনের কিউট অভিনেত্রী আলিয়া ভাট এমনটাই মনে করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, আমি নগ্ন দৃশ্যে অভিনয় করতেই পারব না কারণ আমি এতে একেবারেই কমফোর্টেবল নই। আমার মনে হয় এগুলির পিছনে একজন মানুষের আদর্শ কাজ করে আর একজন মানুষ হিসেবে আমি এটা করব না।
আলিয়া জানিয়েছেন, স্ক্রিপ্টে থাকলে কিসিং সিন করতে পারি কারণ এটা অনেকটাই স্বাভাবিক। তার মনে হয় একজন কাপল একে অপরকে চুমু খেতেই পারেন তবে ছবিতে ন্যুড সিন দেখানোর প্রয়োজন নেই। আলিয়া চান পরিবারের সবাই একসাথে বসে তার ছবি দেখুন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**