আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র প্রার্থী হলেন জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক শাফিন আহমেদ। ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে প্রার্থী হচ্ছেন শাফিন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ তার দলের মেয়র প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করেন। শাফিন দলটির উচ্চ পরিষদ সদস্য। সংবাদ সম্মেলনে দলটির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
গত ১ ডিসেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসি’র মেয়র পদটি শূন্য ঘোষণা করে সরকার। নির্বাচন কমিশন এখন সে পদের উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ফেব্রুয়ারির শেষে নির্বাচন হতে পারে বলে ইসির ভারপ্রাপ্ত সচিব জানিয়েছেন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**