ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে চেলসি।আলভারো মোরাতা ও মার্কোস আলোনসোর লক্ষ্যভেদে বড়দিনের উৎসবটা মধুর করে তুললো দলটি।
স্টামফোর্ড ব্রিজে প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসিকে এগিয়ে নেন মেরাতা। চেসার অ্যাজপিলিকুয়েতার চমৎকার ক্রস বক্সের ভেতর থেকে হেড করে জালে জড়ান স্প্যানিশ স্ট্রাইকার।
৬০ মিনিটে স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করে মার্কোস আলোনসো জাল খুঁজে পেলে। এই গোলটাও হয়েছে হেডে। সেস্ক ফাব্রেগাসের নেওয়া কর্নার থেকে উড়ে আসা বল মাথা ছুঁইয়ে জালে জড়ান আলোনসো।
এরপর আর কোনও গোল না হলে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চেলসি। যাতে ২০ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকলো ব্লুরা। তবে খুশির খবর হলো, ম্যানইউ ড্র করায় দ্বিতীয় স্থান থেকে চেলসির ব্যবধান এখন মাত্র ১ পয়েন্টের।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**