১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবার পর ২০০৭ সাল পর্যন্ত ১৫ বছর অস্ট্রেলিয়া দলে খেলেছেন তিনি। নিজেকে নিয়ে গেছেন ক্রিকেটের সর্বোচ্চ শিখরে। জয় করেছেন বিশ্বকাপ। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা বোলারও তিনি। বলছি সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নের কথা।
দেশের হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট এবং ১৯৪টি এক দিনের ম্যাচে ২৯৩ উইকেট নিয়েছেন ৪৭ বছর বয়সী এই ক্রিকেট তারকা।
সম্প্রতি অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহম্যান জানিয়ে দিয়েছেন ২০১৯ বিশ্বকাপের পর আর জাতীয় দলের কোচের পদে থাকবেন না।
সাবেক তারকা স্পিনার ওয়ার্ন জানিয়েছেন, লেহম্যানের পর অজি দলকে নেতৃত্ব দিতে চান তিনি।
মাঠে কিংবা মাঠের বাইরে সব সময় শিরোনামে আসা সাবেক এ ক্রিকেটার বলেন, আমি সবসময়েই যে কোনও দেশের কোচিং করানোর জন্য প্রস্তুত। তবে নিশ্চিতভাবেই আমি অস্ট্রেলিয়ার কোচিং করাতে ভালোবাসবো। ভালো কোচিং না হলেও দলের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারলেও খুশি হব।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন জাদুকর লেগ স্পিনার।
তিনি আরো বলেন, আমাদের চারপাশে ভালো কোচ রয়েছে, খুব ভালো ব্যাটিং কোচ রয়েছে, বোলিং কোচ রয়েছে। সত্যি যদি কখনো সুযোগ আসে তাহলে নিশ্চয় আগ্রহী হবো। সবটাই নির্ভর করে সঠিক সময়ের ওপর। যদি বুফের (লেহম্যান) মন ভরে যায় তাহলে ও বলতে পারে তুমি কি যাবে, তাহলে আমি ঢুকতে পারব।’
এর আগে লেহম্যান জানিয়েছিলেন, এই কোচের চাকরিতে অনেক জায়গা ঘুরতে যেতে হয়। তিনি বলেছিলেন তিনি এই কাজটি দারুণ উপভোগ করছেন। কিন্তু এর পরের ধাপে সেটা আর কতোদিন করবেন তার সীমা টানতে হবে।
২০১৩ থেকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে দায়িত্বে রয়েছেন লেহম্যান। এখনো অবধি কোচ হিসেবে তার কার্যকালকে সফলই বলা চলে।
২০১৫ সালে নিজেদের মাঠিতে তার অধীনেই বিশ্বকাপ জিতিছিল অজিরা।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**