ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল। লন্ডন ডার্বিতে এটা আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের রেকর্ড ১২০তম জয়। এদিকে রেকর্ড ছুঁয়েছেন গানার কোচও। কোনো ক্লাবের হয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের পর রেকর্ড ৮১০টি প্রিমিয়ার লিগ ম্যাচে কোচের দায়িত্ব পালন করলেন তিনি।
লন্ডন ডার্বিতে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে আর্সেনাল। কিন্তু ক্রিস্টাল প্যালেসের গোল রক্ষকের নৈপুন্যে ম্যাচের ২৫তম মিনিট পর্যন্ত জোড়ালো আক্রমণ করেও গোল পাচ্ছিলো না গার্নাররা। তবে এর কিছুক্ষণ পরই প্রতিপক্ষের জালমুখ খোলেন স্কোড্রান মুস্তাফি। সতীর্থ আলেজান্দ্রা লেকাজেতের শট গোলরক্ষক ঠিকমতো প্রতিহত করতে না পারলে বল পেয়ে সহজের গোল করেন মুস্তাফি।
বিরতির পর ম্যাচের ৪৯তম মিনিটে টাউনসেন্ড নৈপুন্যে সমতায় ফেরে প্যালেস। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি আলেক্স সানচেজ। ৬২তম মিনিটে আর্সেনালকে ২-১ গোলের লিড এনে দেন তিনি। আলেজান্দ্রা লেকাজেতের কাছ থেকে বল পেয়ে জোড়ালো শটে গোল করেন এ ফরোয়ার্ড। এরপর ৬৬তম মিনিটে উইলশায়ারের পাস থেকে বল পেয়ে আবারও প্রতিপক্ষের জালে জড়িয়ে গার্নারদের জয় এক প্রকার নিশ্চিত করে দেন চিলির এ ফরোয়ার্ড।
এদিকে ম্যাচের শেষদিকে ব্যবধান কমানোর গোলটি করেন প্যালেসের জেমস টমকিন্স। কর্নার থেকে পাওয়া বলে মাথা ছুঁইয়ে জালে জড়িয়ে দেন তিনি। এরপর আর কোনো গোলের দেখা না পেলে ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে আর্সেনাল।
এ জয়ে ২০ ম্যাচে ১১ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয়ে আর্সেনাল। অন্যদিকে সমান ম্যাচে মাত্র ৪ জয়ে টেবিলের তলানির দিকে অবস্থান প্যালেসের। ২০ ম্যাচে ১৯ জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৪৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে। চেলসির অবস্থান তিনে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**