৪ দফা দাবিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ এনায়েত রাব্বী লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীদের মহা সমাবেশে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন বৈষম্য নিরসনে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর, অর্থ, জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রনালয় তা আদৌ বাস্তবায়ন করে নাই।’
তিনি আরো বলেন, ‘কেন স্বাস্থ্য অধিদপ্তর আমাদের এই দাবি মেনে নিতে সংকোচ বোধ করলো সেটা আমাদের বোধগাম্য নয়।’
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৪ দফা দাবি সমূহ হল- বেতন স্কেলসহ টেকনিক্যাল পদ মর্যাদা, মূল বেতনের ৩০ ভাগ মাঠে ভ্রমণ-ভাতা ঝুঁকি ভাতা, প্রতি ৩ হাজার জনের বিপরীতে একজন স্বাস্থ্য সরকারী প্রদান নিশ্চিত করা ও ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তন করা।
মোঃ এনায়েত রাব্বী লিটন বলেন, অবিলম্বে আমাদের ৪ দফা দাবি সমূহ মেনে না নিলে আগামীতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সদস্য সচিব মোশের্দুল আলম, সংগঠনের খুলনা জেলার মোঃ রাফি, কুড়িগ্রাম জেলার ফিরোজ আহমেদ, জাহানারা বেগম, আব্দুল ওহাব, বিজলী রানী সুমন হোসেন প্রমুখ।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**