চলচ্চিত্র পর্দা থেকে সাময়িক বিশ্রাম নিয়ে এবার মঞ্চে নাটক হিসেবে এসেছে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস দেবদাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় এর প্রথম প্রদর্শনী। একই মঞ্চে আজ ও আগামী দুইদিন নাটকটি মঞ্চস্থ হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত পর্বের শিক্ষার্থীরা এটি মঞ্চস্থ করবেন। এর নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক।
‘দেবদাস’ এর মঞ্চায়ন নিয়ে নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘স্বাধীন বাংলাদেশে এর আগে কখনও দেবদাস মঞ্চে আসেনি। তবে পাকিস্তান আমলে এটি মঞ্চায়ন হয়েছে। সে হিসেবে প্রথমবারের মতো দেশের মঞ্চে আসছে নাটকটি।’
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রুবাইয়াৎ আহমেদ জানান, বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত পর্বের শিক্ষার্থীদের পাঠ্যসূচির অংশ হিসেবে নাটকটি মঞ্চায়ন করছেন তারা।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**