রক্তের শব্দ কেমন জানেন? শরীরের ভিতরে থাকা অর্গানগুলোর আওয়াজই বা কেমন? বুকের উপর কান পাতলে আমরা হৃদযন্ত্রের শব্দ পাই। কিন্তু, এসব কিছু না করেও এমনি এমনি শুনতে চান বুকের ধুপ ধুপ আওয়াজ? তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের দফতরে।
আশ্চর্য মনে হলেও সত্যি। মাইক্রোসফটের দফতরে এমন এক ঘর আছে যেখানে প্রবেশ করলে সত্যিই নিজের শরীরে সমস্ত অর্গান এবং রক্তস্রোতের আওয়াজ শুনতে পারবেন আপনি। নিশ্চুপ-নীরব এই শান্ত পরিবেশের ঘরের ভিতরের নীরবতার মাত্রা মাইনাস ২০.৬ ডিবি। তাই মাইক্রোসফটের এই ঘরটিকে বিশ্বের ‘কোয়াইটেস্ট রুম’ এর তকমা দেওয়া হয়েছে।
মূলত তথ্য সংরক্ষিত করে রাখার এই ঘরটি একটি ‘স্পেশাল অডিও ল্যাব’। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মতে এটাই পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা।
মাইক্রোসফটের আগে বিশ্বের সবচেয়ে শান্ত এবং চুপচাপ স্থানের তকমাটি দখলে রেখেছিল যুক্তরাস্ট্রের মিন্নেপোলিসের ওরফিল্ড ল্যাবের অ্যানেচোইক টেস্ট চেম্বার।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**