একদম নতুন মোড়কে আসছে রেস ফ্র্যাঞ্চাইজি। এ বছর ঈদে সালমান খানের উপহার ‘রেস ৩’। টিপস ফিল্মস-এর হাত থেকে এই অ্যাকশন-ফ্র্যাঞ্চাইজি এখন গিয়েছে সালমান খান ফিল্মসের হাতে।
তাই এবার আব্বাস-মাস্তান নয়, ‘রেস ৩’-এর পরিচালক রেমো ডি সুজা। আগামী ১৫ জুন মুক্তি পাবে এই ছবি।
রেমো এবং সালমান জুটি যে সম্পূর্ণ মেকওভার ঘটাতে চলেছে এই সিরিজের তার জলজ্যান্ত প্রমাণ ‘রেস ৩’ ট্রেলার। রেস-অ্যাডভেঞ্চার ছবি হিসেবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এখন একটি মাইলস্টোন।
নতুন এই বলিউড ছবির ট্রেলার বলে দিল, যে সেই মাইলস্টোনকেই ছুঁতে চায় এই ভারতীয় ফ্র্যাঞ্চাইজি।
এই তৃতীয় ছবিতে যে অ্যাকশন দৃশ্যগুলি রয়েছে সেগুলি আগের ছবিগুলির থেকে অনেক বেশি শিহরণ জাগানো। রেসের মূল আকর্ষণ অবশ্যই সালমান খান কিন্তু এই ছবিতে ববি দেওল, অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ ও ডেইজি শাহর অ্যাকশন দর্শক টানবে। তার প্রমাণ, ট্রেলার মুক্তির দু’ঘণ্টার মধ্যেই ট্রেলারের ভিউ ছাড়িয়েছে ৩ লাখ।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**