যুক্তরাজ্যের সবাই যখন ব্যস্ত প্রিন্স হ্যারি আর তার নববধূ মেগান মর্কেলকে নিয়ে, তখন অনেকটা অলক্ষেই রয়েছেন মেগানের সাবেক স্বামী ট্রেভর এঙ্গেলসন। সাবেক বউয়ের মুখ যাতে না দেখতে হয়, সাংবাদিকরা যেন এ বিষয়ে তাকে কিছু প্রশ্ন না করে সে জন্য নাকি নিরুদ্দেশ হয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাস করা এঙ্গেলসন পেশায় চলচ্চিত্র প্রযোজক। এক সময় তার হাত ধরেই হলিউডে আসন গেড়েছিলেন মেগান। এখন তাকে ছেড়ে গাঁটছাড়া বাঁধতে চলেছেন প্রিন্স হ্যারির সঙ্গে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে, আজ শনিবার যখন হ্যারি ও মেগানের বিয়ে হবে তখন সম্ভবত উত্তর আমেরিকার কোনো দেশে পাড়ি জমিয়েছেন এঙ্গেলসন।
বর্তমানে ৪১ বছর বয়সী ট্রেভরের সঙ্গে মেগানের ঘনিষ্ঠতার শুরু ২০০৪ সালে। সাত বছর প্রেমের পর ২০১১ সালে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে।
এর তিন বছর বাদে নিজের থেকে তিন বছরের ছোট ব্রিটিশ যুবরাজ হ্যারির সঙ্গে সম্পর্কে জড়ান ৩৬ বছর বয়সী মেগান; যার পরিণতিতে তারা বিয়ের পিঁড়িতে বসতে চলছেন, যে বিয়ে নিয়ে ব্যাপক আয়োজন চলছে রাজ পরিবারে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**