দীর্ঘ এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে তার ফেরার পেছনে রয়েছেন ভিন্ন কারণ। যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদনি নান্নু বলেছেন, অলরাউন্ডারের চিন্তা থেকেই মোসাদ্দেককে সুযোগ দেয়া হয়েছে।
পরের অংশে প্রধান নির্বাচকের আসল কথা বুঝা গেল। যেখানে তিনি বলেন, মিরাজের ফিটনেস নিয়ে কিছুটা সন্দেহ আছে আমাদের। এখন পর্যন্ত যতখানি আছে, শতভাগ ফিট নয়। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। সেই হিসেবে মিরাজের ব্যাকআপ হিসেবে মোসাদ্দেক হোসেনকে সুযোগ দেয়া হয়েছে।’
ভারতের দেরাদুনে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ (৩, ৫ ও ৭ জুন)। ২৯ মে দেরাদুনে যাবে বাংলাদেশ দল। ১ জুন খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে এর আগে একটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ২০১৪ বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৯ উইকেটে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**