গত ১৫ মে ‘রেস ৩’-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সাড়া ফেলেছে বিনোদন দুনিয়ায়। এবার মুক্তি পেল ছবির একটি গান ‘হিরিয়ে’। মুক্তির পরেই শোরগোল ফেলেছে গানটি।
শুক্রবার গানটি মুক্তির পরেই এখনও পর্যন্ত ৭০ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন সালমান-জ্যাকলিনের এই ডান্স নাম্বার।
সালমান খান নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন সেই ভিডিও। সেই পোস্টের তলাতেও ৬ হাজারের উপরে কমেন্ট জমা পড়েছে এরই মধ্যে।
প্রায় ৩ মিনিটের এই গানটিতে সুর দিয়েছেন মনমীত সিং ও হরমিত সিং। গানের কথা কুমারের।
গানটিতে জ্যাকলিন দেখিয়েছেন পোল ডান্সের আকর্ষণীয় ‘মুভ’। পাশাপাশি সালমান ছিলেন নিজের চেনা নাচের ছন্দেই।
প্রসঙ্গত, রেস ফ্র্যাঞ্চাইজির প্রথম দু’টি ছবিই বক্স অফিসে সাফল্য এনেছিল। তিন নম্বরটিতে রয়েছেন বলিউডের ‘ভাইজান’। এই ছবিটি কি বাকি দু’টিকেও টপকেও যাবে?
উত্তর পেতে ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু, ট্রেলার ও ‘হিরিয়ে’ গানটির জনপ্রিয়তা দেখে এটুকু বোঝাই যাচ্ছে, দর্শক অধীর আগ্রহে অপেক্ষায়, কবে শুরু হয় রুদ্ধশ্বাস ‘রেস’।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**