কাজাকিস্তানের ওস্কেমান শহরে রয়েছে একটি নগ্ন সেলুন। যার নাম ‘ওল্ড বে সালোঁ’। যেটি শুধুমাত্র পুরুষদের জন্য। সেখানে পুরুষদের সেবা দেবেন নারীরা। চমকে যাওয়ার বিষয় হলো সেখানে সবাই থাকবেন নগ্ন।
তবে গ্রাহক চাইলে এই সুন্দরীরা ছোট পোশাক পরেও চুলের পরিচর্যা করবেন। তবে মনে কোনও যৌন ঘনিষ্ঠতার অভিসন্ধি থাকলে এখানে না আসাই ভাল।
এছাড়া সেলুনের ভিতরে কোনো প্রকার ছবি তোলাও নিষেধ।
সেলুনের মালিক জানিয়েছেন, স্থানীয় একটি স্ট্রিপ ক্লাব থেকে সেলুনের সুন্দরীদের জোগাড় করেছেন তিনি। তবে এখানে কোনওভাবেই যৌন ব্যবসার কোনও বিষয় নেই। ঝাঁকে ঝাঁকে গ্রাহক এসে ভিড় জমাচ্ছেন এই সেলুনে। খোলার মাত্রা দেড় মাসের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে গেছে এটি।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**