আফগান সিরিজের আগের বাংলাদেশ শিবিরে আতঙ্ক লেগ স্পিনার রশিদ খান। সঙ্গে আছেন আরেক বোলার মুজিবুর। দেরাদুনে এই দুই বোলারের বিরুদ্ধে কিভাবে খেলবে বাংলাদেশ, তার ছক আসছে কোচিং ম্যানেজম্যান্ট। তবে বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার আরিফুল হক রশিদ-মুজিবরে আমলেই আনছেন না। তার মতে, এই দুই বোলার খুব একটা কার্যকর হবে না রোদুনের উইকেটে।
আফগান বোলার রশিদ-মুজিব সম্পর্কে বুধবার মিরপুরে আরিফুলের মুল্যায়ন, ‘লেগ স্পিন যে আগে খেলিনি তা নয়। উইকেট মনে হয় সুন্দর হবে। মনে হয় না রশিদ-মুজিবুর খুব একটা কার্যকর হবে। আমরা অনেক ভারসাম্যপূর্ণ দল। ওদের দলটা ততটা নয়। ওদের বোলিং বিভাগ যতটা শক্তিশালী, ব্যাটিং হয়তো ততটা নয়। আমরা আমাদেরই এগিয়ে রাখবো।’
টি-টোয়েন্টি পাওয়ার হিটার ব্যাটসম্যান রকার। কিন্তু বাংলাদেশ দলে সেই হিসাবে খুবই কম। আরিফুল বলেন, ‘আমারে পাওয়ার হিটার একটু কম। ধীরে ধীরে বের হচ্ছে। অনুশীলনের সুযোগ–সুবিধা জাতীয় দলের বাইরে এতটা পাওয়া যায় না। যখন পাব না তখন আত্মবিশ্বাস কমে যাবে, পারফরম্যান্সও ভালো হবে না। প্রাকটিস সুবিধা বাড়ালে আমার মনে হয় ওই সামর্থ্য আছে।’
দেরাদুনের উইকেট আরিফুলকে আগাম স্বস্তি দিচ্ছে, ‘যতটুকু শুনেছি দেরাদুনে উইকেটে ঘাস থাকতে পারে। উইকেট অনেক ভালো। ব্যাটসম্যানরা ভালো করতে পারে। এটা মনে করে যদি আমাকে একাদশে সুযোগ দেয় চেষ্টা করব সেরাটা দেয়ার।’
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**