সূর্যে যাওয়ার সময় এগিয়ে আসছে প্রতিনিয়ত। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘পার্কার সোলার প্রোব মিশন’ লঞ্চ হবে আগামী ৩১ জুলাই।
আর তার সঙ্গে সূর্যের দিকে রওনা দেবে ১১,৩৭,২০২ পৃথিবীবাসী। সশরীরে নয়, সূর্যের পথে রওনা দেবে তাদের নাম।
গত মার্চ মাসে নাসার তরফ থেকে বিশ্বজুড়ে সবাইকে এক অভূতপূর্ব আমন্ত্রণ জানানো হয়। সূর্যকে ছুঁতে নাসার প্রথম মিশনে অংশ নেওয়ার জন্য। যার নাম দেওয়া হয় ‘পার্কার সোলার প্রোব মিশন’।

নাসার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, যে স্পেসক্রাফটটি পাঠানো হবে সূর্যের দিকে, তাতে শুধুমাত্র বৈজ্ঞানিক সরঞ্জামই নয়, থাকবে একটি বিশেষ মেমরি কার্ড। সেই কার্ডেই থাকবে সেই সব নাম, যারা সূর্যে যাওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন।
মেমরি কার্ডটি একটি বোর্ডের সঙ্গে আটকে দেওয়া হয়েছে। যাতে বৈজ্ঞানিক ইউজিন পারকারকে উদ্দেশ্যে একটি বার্তাও লেখা রয়েছে। কারণ, ‘হিলিওফিজিক্স’ ও ‘স্পেস সায়েন্স’-এ বিজ্ঞানী পার্কারের অবদান।
বিজ্ঞানী পার্কারের কাজের নমুনাও থাকবে ওই কার্ডে। সূর্য বা নক্ষত্র নিয়ে তার রিসার্চ প্রশংসিত হয় ১৯৫৮ সালে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**