ক্রিকেট খেলে যে জনপ্রিয়তা ও সুনাম অর্জন করেছেন জাতীয় দলের তিন ফরমেটের দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান এবার সেটি নাকি তারা কাজে লাগাতে চান জনপ্রতিনিধি হয়ে।
জনগণের সেবায় নিজেদের নিওজিত করতে তারা নাবি এবার সংসদ নির্বাচনে এমপি পদে অংশ নিচ্ছেন।
আজ দুপুরে সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল।
মন্ত্রী বলেন, আমার ভোটব্যাংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি ৪৮ বছর বয়সে, তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন। এখন মাশরাফি, সাকিব অনেক কম বয়সে নির্বাচন করবে। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি। আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেত।
তিনি বলেন, আইসিসিতে খারাপ লোকগুলো এখন আর নেই, এটা আমাদের সবার বিজয়।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**