সামনেই ঈদ। এর মধ্যেই ভারতে নামাজের ভঙ্গিতে তখন হিন্দুদের গায়ত্রি মন্ত্র পাঠ করে ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে ছোট্ট একটি মেয়ে শিশু। সম্প্রতি মেয়েটির বাবা রোহান সোলাংকর টুইটারে মেয়ের এই ঘটনার কথা পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, ‘মেয়ে হঠাৎ বলল যে সে নামাজ পড়বে। একেবারে নামাজের ভঙ্গিমায় মাথা নিচু করে বসল সে। তারপর গায়ত্রি মন্ত্র আওড়াতে শুরু করল, কারণ ও শুধু এই মন্ত্রটাই জানে।’
রীতিমত ভাইরাল সেই টুইট। হাজার হাজার মানুষ ‘লাইক’ করে বুঝিয়ে দিয়েছেন, হিন্দু, মুসলমানে এমন সম্প্রীতিই তারা চান।
রোহানের টুইটের জবাবে আরও একজন তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন বলেছেন, তিনিও ছেলেবেলায় এমন কাণ্ড ঘটিয়ে ছিলেন। মায়ের কালো ওড়না নিয়ে নামাজ পড়তে বসে গিয়েছিলেন। আর ‘ওম নম শিবায়’ মন্ত্র পড়েছিলেন।
রোহান পরে লিখছেন, প্রথমটায় তিনি দেখেন তার মেয়ে বিড়বিড় করে কী যেন বলছে, তারপর শুনতে পান সেটা আসলে গায়ত্রি মন্ত্র। তিনি আরও জানিয়েছেন, তার বাড়ির কাছেই রয়েছে একটি মসজিদ। আর তিনি খুশি যে তার মেয়ে ছেলেবেলা থেকেই আজানের সুর শুনতে শুনতে বড় হচ্ছে। যাতে বড় হয়ে এই আওয়াজটা তার কাছে পরিচিত হয়ে থাকে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**