নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস সড়ক দিয়ে রোববার রাতে বাড়ি ফিরছিলেন মনসুর আলী ও তার ভাতিজা আবু হাসান জয় (১৮)। হঠাৎ পাশের ঝোপ থেকে তাদের মোটরসাইকেলের সামনে এসে পড়ে একটি শিয়াল। আর সেটিকে পাশ কাটাতে গিয়েই ঘটে দুর্ঘটনা। মোটরসাইকেল থেকে পড়ে মারা যান কলেজছাত্র জয়।
জয় সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের রামরাইপুর গ্রামের হোসেন আলীর ছেলে। নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার বদলগাছী উপজেলা থেকে মোটরসাইকেলযোগে আবু হাসান জয় ও তার চাচা মুনছুর আলি গ্রামের বাড়ি ফিরছিলেন। মুনছুর আলি মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে বসে ছিল জয়। রাত ৯টার দিকে শহরের বরুনকান্দি বাইপাস এলাকায় আসলে মোটরসাইকেলটির সামনে একটি শিয়াল পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় জয় বুকে গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শওকত জানিয়েছেন, জয়ের বুকে আঘাত লাগায় ফুসফুস ফেটে যায়। মনসুর আলী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**