রাশিয়া বিশ্বকাপে নেইমারের পড়ে যাওয়ার নাটক বেশ আলোচনা হয়েছে। যা পরে সামাাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হাসির খোরাক যোগায়। চলে ট্রল। নেইমারের ইচ্ছা করে পড়ে যাওয়া কিংবা ডাইভ কাণ্ড নিয়ে এবার শুরু হয়েছে ‘দ্য ফাউল চ্যালেঞ্জ’।
এই ইভেন্টে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একে অপরকে নেইমারের মতো ফ্লোরে কিংবা মাঠে গড়াগড়ি দিতে চ্যালেঞ্জ করা হয়। বিশেষত বাচ্চা ও কিশোররাই একে অপরকে এই ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে।
যাকে নিয়ে এই চ্যালেঞ্জের উৎস। সেই নেইমারেরও বিষয়টি চোখে পড়েছে। শুধু তাই নয় তিনিও অংশ নিয়েছিলেন এই চ্যালেঞ্জে। যাতে বেশ মজাও পেয়েছেন ব্রাজিল সুপারস্টার। নিজের ইনস্টাগ্রামে সেটির একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে নেইমারের ‘লাফাও, আঘাত আর ফাউল’ বলা মাত্রই বাচ্চারা মাটিতে গড়াগড়ি খাচ্ছে!
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**