এবার বড় পর্দায় লিডার রূপে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ‘সাপলুডু’ ছবিতে একজন দেশপ্রেমিক নেতার চরিত্রে দেখা যাবে তাকে।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। গতকাল রোববার এই ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি।
এই ছবিতে অভিনয়ের প্রসঙ্গে জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ছবির গল্পে নতুনত্ব খুঁজে পেয়েছি আমি। অনেকগুলো গল্পের মধ্যে তো আমরা কিছু কিছু মিল খুঁজে পাই। তবে এই গল্পের উপস্থাপনে নতুনত্ব পাওয়া যাবে। অনেক গুণী অভিনয়শিল্পীরা কাজ করবেন। সবকিছুর সমন্বয়ে একটা ভালো কিছু হবে বলে আমার মনে হয়েছে।
ছবিতে নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, একজন দেশপ্রেমিক নেতার চরিত্রে অভিনয় করছি। তার জীবনের নানা উত্থান-পতন তুলে ধরা হবে। মানুষের আদর, ভালোবাসা, ক্রোধ, সব কিছুই দেখানো হবে। একটা পরিপূর্ণ গল্প।
ছবিতে আরও অভিনয় করবেন আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।
উল্লেখ্য, এর আগে শ্রাবণ মেঘের দিন, মেড ইন বাংলাদেশ, আমার আছে জল, প্রজাপতি, হালদাসহ অনেক চলচ্চিত্রেই কাজ করেছেন জাহিদ হাসান।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**