ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে চাপে রয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে ৩২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৬ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করেছে। এতে বাংলাদেশের লিড নিয়েছে ১৩৩ রান। দ্বিতীয় দিন শেষে মুশফিকুর রহিম ৩০ বলে ১১ রান ও মেহেদি হাসান মিরাজ ৯ বলে শূন্য রান করে অপরাজিত রয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)
বাংলাদেশ প্রথম ইনিংস:
৩২৪ (৯২.৪ ওভার) (ইমরুল ৪৪, সৌম্য ০, মুমিনুল ব্যাটিং ১২০, মিঠুন ২০, সাকিব ৩৪, মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৩, মিরাজ ২২, নাঈম ২৬, তাইজুল ৩৯*, মোস্তাফিজ ২; রোচ ১/৬৩, গ্যাব্রিয়েল ৪/৭০, চেজ ০/৪২, ওয়ারিক্যান ৪/৬২, বিশু ১/৬০, ব্র্যাথয়েট ০/১৯)
দ্বিতীয় ইনিংস:
৫৫/৫ (১৭ ওভার) ( ইমরুল ২, সৌম্য ১১, মুমিনুল ১২, মিঠুন ১৭, সাকিব ১, মুশফিক ব্যাটিং ১১, মিরাজ ব্যাটিং ০; রোচ ০/১১, ওয়ারিক্যান ২/২২, চেজ ২/১৬, বিশু ১/৫)।
উইন্ডিজ প্রথম ইনিংস:
২৪৬/১০ (৬৪ ওভার) (ব্র্যাথওয়েট ১৩, পাওয়েল ১৪, হোপ ১, আমব্রিস ১৯, চেজ ৩১, হেটমায়ার ৬৩, ডওরিচ ৬৩*, বিশু ৭, রোচ ২, ওয়ারিক্যান ১২, গ্যাব্রিয়েল ৬; মোস্তাফিজ ০/৪, মিরাজ ১/৬৭, তাইজুল ১/৫১, সাকিব ৩/৪৩, নাঈম ৫/৬১, মাহমুদউল্লাহ ০/৭)।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**