আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশরা। আর অজিরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৭১ রানে।
অ্যান্টিগায় ভারতীয়দের ১১২ রানে আটকে ফেলে ইংলিশ বোলাররা। টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসে ভয়াবহ ধস নামে। ২৩ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় ভারতের মেয়েরা। মানাদানা আর রদ্রিগেজের ব্যাটে শেষমেষ শতরান পার করে তারা।
জবাবে শুরুতে দুই উইকেট হারালেও স্কাইভার-জোনসের ৯২ রানের অবিচ্ছেদ্য জুটিতে সহজ জয় পায় ইংল্যান্ড। স্কাইভার ও জোনস দুজনেই ফিফটি করেন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**