শুধু গানে নয়, নাচেও সমান পারদর্শী তিনি। এক কথায় সর্বগুণসম্পন্ন বললে ভুল বলা হয় না। মাঝেমধ্য়েই বিভিন্ন নাচের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করে থাকেন গায়িকা নেহা কক্কর। সম্প্রতি সামনে এসেছে তাঁর এক নাচের ভিডিয়ো। আর রীতিমতো ইন্টারনেট কাঁপাচ্ছে এই ভিডিয়ো।
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘তেরে মেরে স্বপ্নে’-র জনপ্রিয় গান ‘আঁখ মারে’। তারই রিমেক ভার্সান ব্যবহার করা হয়েছে রণবীর সিং ও সারা আলি খান অভিনীত আসন্ন ছবি ‘সিম্বা’-য়। সেই গানেই ডান্সার-কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন নেহা।
আঁখ মারে-গানের রিমেক ভার্সানে কন্ঠ দিয়েছেন মিকা সিং ও নেহা কক্কর। ইতিমধ্যেই সবার প্লেলিস্টে জায়গা করে নিয়েছে এই গান। তার ওপর উপরি পাওনা হিসাবে নেহার নাচ।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**