ইশারাকন্যা খ্যাত ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী প্রিয়া প্রকাশ ‘শ্রীদেবী বাংলো’ দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন। মুক্তি পেয়েছে এই সিনেমার ট্রেইলার।
প্রশান্ত মামবুলি পরিচালিত ‘শ্রীদেবী বাংলো’ ছবিতে প্রিয়া প্রকাশ জুটি বেঁধেছেন প্রিয়াংশু চক্রবর্তীর সঙ্গে।
‘শ্রীদেবী বাংলো’র ট্রেইলার প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন প্রিয়া। বলেন, রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’য় রণবীর সিংয়ের বিপরীতে অভিনয়ের ইচ্ছে ছিল তার।
২০১৮ সালে মালয়ালাম চলচ্চিত্র ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানের স্বল্পদৈর্ঘ্যের টিজারে চোখ মেরে বিখ্যাত হয়েছিলেন প্রিয়া প্রকাশ। সেই দৃশ্যটি ছড়িয়ে পড়েছিল পুরো ভারতে। চোখের মায়াজালে ঝড় তুলেছিলেন বহু পুরুষের হৃদয়ে। সেই থেকে ইশারাকন্যা হিসেবে খ্যাতি ১৯ বছরের এই তরুণীর।
২০১৮ সালে প্রিয়াকেই গুগলে সবচেয়ে বেশি খুঁজেছেন ভারতের মানুষ। আর বাংলাদেশে গুগল সার্চের তালিকায় তার অবস্থান ছিল দ্বিতীয়।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**