দেরাদুনের ক্লিমেন্ট টাউনে পারিবারিক সম্পত্তির নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হলেন অমৃতা সিং ও মেয়ে সারা আলি খান। এই সম্পত্তির দাবি করেছেন অমৃতার মাসি তাহিরা বিম্বাটও।
অমৃতা সিং দেরাদুনের এক স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করেন, এই জমি কোনওভাবেই যাতে জমি মাফিয়াদের হাতে না যায়। আইন পরামর্শদাতারা জানিয়েছেন, এই বিষয়ে তাহিরা ও অমৃতা দু’ জনেরই কোর্টের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা আছে।
অপরদিকে, কেয়ারটেকার খুশি রামও সম্পত্তির নিরাপত্তার দাবিতে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন। জানা গেছে, সম্পত্তির মালিক মধুসূদন কিছুদিন আগেই ক্য়ানসারে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকেই সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হয়। মধুসূদনের বাবা বায়ুসেনার অফিসার ছিলেন। ১৯৬৯ সালে তিনি এই সম্পত্তি কেনেন।
ইতিমধ্য়েই অমৃতা ও তাহিরা এই বিষয় নিয়ে মামলা করেছেন। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অনিল রাতুরি বলেন, “এই সম্পত্তি বিষয়ক মামলায় আমরা কোনওভাবে হস্তক্ষেপ করতে চাইনা।” সূত্রের খবর, মধুসূদন এই সম্পত্তি ট্রাস্টে দান করতে চেয়েছিলেন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**