সোশ্যাল মিডিয়ায় ছবি-ভিডিও শেয়ার করা এখন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু, এই কাজটা করতে গিয়েই এবার বিপাকে পড়েছেন এক তেলুগু অভিনেত্রী। নাম সাক্ষী চৌধুরি।
সম্প্রতি সাক্ষী একটি টুইটে দাবি করেছেন যে, তাঁর ভিডিও- ছবি শেয়ার করার পর থেকেই কমেন্ট ও লাইকের বন্যা বইছে। কিন্তু, এখানেই শেষ হয়নি বিষয়টি। সাক্ষী জানিয়েছেন যে এর জেরে তাঁকে কিছু অশ্লীল মন্তব্যের মুখেও পর্যন্ত পড়তে হয়েছে।
To offer 1 crore for a night, Is there anything of your body made of Diamonds and Gold?
— SREERAMAPRASADRAO .P (@psrprao64) January 30, 2019
সাক্ষী বলেন, “মানুষ আমার ভিডিও- ছবি দেখার পর পাগল হয়ে গেছে। আমাকে একরাতের জন্য ১ কোটি টাকারও অফার দিয়েছে। কিন্তু, ওরা বোকা। আমি বিক্রির পণ্য় নই। শুধুমাত্র দেখ আর কাজ চালাও। এবং অবশ্যই ‘ম্যাগনেট’ ছবি ফার্স্ট দে ফার্স্ট শো দেখো।”
২০১৩ সালে দক্ষিণী ছবিতে ডেবিউ করেন সাক্ষী। সেলফি রাজা নামের একটি ছবিতে প্রশংসা পেয়েছিলেন সাক্ষী। তবে হঠাৎ এমন টুইট নিয়ে বিতর্ক তৈরি করেছেন সাক্ষী। অনেকেই বলছেন, ছবির জন্য সস্তা প্রচার পেতে সাক্ষী সোশাল মিডিয়াকে ব্যবহার করছেন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**