রাজশাহী কিংসকে টপকে সেরা চারে থেকে বিপিএলে পরের পর্ব নিশ্চিত করতে জয়ের বিকল্প ছিল না ঢাকা ডায়নামাইটসের সামনে। খুলনা টাইটানসের বিপক্ষে সেই আকাঙ্ক্ষিত সাফল্য পেল সাকিব আল হাসানরা। ৩১ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে এলিমিনেটর নিশ্চিত করলো তিনবারের চ্যাম্পিয়নরা।
বিপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকার চমৎকার বোলিংয়ে সুবিধা করতে পারেনি খুলনা। ৯ উইকেটে তারা করে ১২৩ রান। জবাবে ১৪.৫ ওভারে ৪ উইকেটে ১২৪ রান করে ঢাকা।
এতে ১২ ম্যাচের ছয়টি জিতে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বর হয়ে সেরা চারে উঠেছে সাকিবের দল। সোমবার এলিমিনেটর ম্যাচে ঢাকার প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস।
১২৪ রানের মামুলি লক্ষ্য তাড়ায় শুরুতেই ঝড় তুলেন সুনীল নারাইন। ছক্কা-চারে মাত করে লক্ষ্যটাকে বানিয়ে দেন আরও ছোট। চার ছক্কা আর দুই চারে ১৩ বলেই ৩৫ করে ফেরেন তিনি। আরেক ওপেনার উপুল থারাঙ্গাও ছিলেন তেতে।
ওয়ানডাউনে নেমে অধিনায়ক সাকিব আর চারে নেমে মিজানুর ফিরলেও তাতে বিন্দুমাত্র প্রভাব পড়েনি দলে। ৩০ বলে ৪২ করে আউট হন লঙ্কান বাঁহাতি। পরে নুরুল হাসান আর কাইরন পোলার্ড মিলে অনায়াসে ম্যাচ শেষ করে দিয়ে আসেন।
নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাট করতে গিয়ে শুরুতে ঝাঁজ দেখিয়েছিলেন ব্র্যান্ডন টেইলর। তবে তা ফুরোতেও দেরি হয়নি। ছোটখাটো ঝড় তুলে শুরুতে ফেরা জুনায়েদ সিদ্দিকির পথ ধরেন তিনি। এরপরেই দেখা মিলেছে মিরপুরের চিরচেনা উইকেটের। পুরো ইনিংস জুড়ে খুলনার হয়ে পরে জুতসই রান পেয়েছেন আর কেবল দুজন। মিডল অর্ডারে ২০ বলে ২৪ করেন নাজমুল হোসেন শান্ত। শেষ দিকে ডেভিড ভিসে খেলেন ২৭ বলে ৩০ রানের ইনিংস। টুর্নামেন্ট থেকে অনেক আগেই বাদ পড়া মাহমুদউল্লাহর দলের শরীরী ভাষাও এদিন ছিল গা ছাড়া। এখান থেকে আর কোন কিছু পাওয়ার ছিল না তাদের। তাই যেন কেবল খেলার জন্যই খেললেন তারা।
সামনে কোন লক্ষ্য নেই, জেতার তীব্র তাড়না নেই। তবু হতাশার টুর্নামেন্টে শেষটায় সান্ত্বনা পাওয়ার জন্য ঝাঁপাতে পারতেন। কিন্তু খুলনার মধ্যে সেটা পাওয়া যায়নি। অন্যদিকে জেতার জন্য মরিয়া ঢাকা ছিল আগ্রাসী। অমন দলের সামনে তাই আর থই পায়নি খুলনা।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইটান্স: ২০ ওভারে ১২৩/৯(টেইলর ১৮, জুনায়েদ ২, মালান ৭, মাহমুদউল্লাহ ১৪, শান্ত ২৪, আল-আমিন ১২, ভিসে ৩০, তাইজুল ১২, সাদ্দাম ১, জুনায়েদ ০ ; রাসেল ০/১৪ , রুবেল ২/২৭, সাকিব ২/৩২, নারাইন ১/২০, অনিক ১/২০, মাহমুদুল ০/১০)
ঢাকা ডায়নামাইটস: ১৪.৫ ওভারে ১২৪/৪ ( থারাঙ্গা ৪২, নারাইন ৩৫, সাকিব ১, মিজানুর ০, নুরুল ২৭* , পোলার্ড ৯*; শুভাশিস ০/১৫ , জুনায়েদ ১/২৩ , সাদ্দাম ১/২৬ , ভিসে ০/১৭ , মাহমুদউল্লাহ ২/১৪ , তাইজুল ১/২৩, ০/৩)
ফল: ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জয়ী।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**