মিয়ানমারে চলমান সহিংসতার কারণে আরও অনুপ্রবেশ বন্ধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সিলগালা করে দেয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
তিনি বলেন, ‘আমরা যথেষ্ট মানুষের জন্য আমাদের সীমান্ত খোলা রেখেছিলাম। আমরা (নতুন) আর গ্রহণ করতে পারছি না। আমরা সীমান্ত সিলগালা করে দিয়েছি।’
এখন অন্য দেশগুলোকে সীমান্ত খোলা রাখার কথা বলেন তিনি।
বাংলাদেশ সফররত জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি ও জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ড. মোমেন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**