রণবীর কাপুর এবং আলিয়া ভাট কি প্রেম করছেন? এ জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে বলিউডে। জল্পনার ইঙ্গিত দুই তারকার আচরণ। বিভিন্ন সময়ে প্রেমের ইঙ্গিত দিলেও এখনও পর্যন্ত সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তারা।
সম্প্রতি এক সাক্ষাত্কারে আলিয়া বলেছেন, ‘‘আমি রণবীরের মতো এত নিরপেক্ষ অভিনেতা দেখিনি। শুধু আমিই ওকে অভিনেতা হিসেবে পছন্দ করি, এমন তো নয়। বহু মানুষ পছন্দ করেন। সাধারণত আমি কোনও দৃশ্যে ডায়লগ ভুলে যাই না। কিন্তু সামনে রণবীরকে পারফর্ম করতে দেখে আমি ডায়লগ ভুলে গিয়েছিলাম। ওর চোখে এতটাই সততা ছিল, নিজের পারফরম্যান্সের কথা আমার মনে ছিল না।’’
রণবীরের পরিবারের সদস্যরাও আলিয়াকে পছন্দ করেন। বছরের শুরুতে নিউ ইয়র্কে কাপুর পরিবারের সদস্যদের সঙ্গে আলিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
রণবীরের মায়ের সম্পর্কে আলিয়ার বক্তব্য, ‘‘নীতুজিকে আমি বন্ধু বলতে পারি।’’ আর রণবীরের বাবাকে নিয়ে আলিয়া বলেছেন, ‘‘ঋষিজি অসাধারণ। যখনই সময় কাটানোর সুযোগ পাই, মজা করে কাটে।’’
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**