টানা তিন ম্যাচ পর সিরি ‘আ’-তে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করলেন আবার সতীর্থের গোলে রাখলেন অবদান। শেষ পর্যন্ত তার নৈপুণ্যেই সাস্সুয়োলোর বিপক্ষে সহজেই জিতেছে জুভেন্টাস।
প্রতিপক্ষের মাঠে রোববার ৩-০ গোলে জেতে জুভেন্টাস। দলটির হয়ে জালের দেখা পান সামি খেদিরা, রোনালদো ও এমরে কান।
প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের ২৩তম মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। ডি-বক্সের মুখে রোনালদোর নেওয়া জোরালো শট রুখে দিলে ফিরে আসা বল অনায়াসে জালে পাঠান জার্মান মিডফিল্ডার স্যামি খেদিরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মিরালেম পিয়ানিচের কর্নারে হেডে গোলটি করেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। আসরে এই নিয়ে সর্বোচ্চ ১৮ গোল করলেন তিনি।
এর পর ম্যাচের ৮৬তম মিনিটে দলের তৃতীয় গোলটি আসে রোনালদোর পাসে এমরে কানের নেওয়া কোনাকুনি শটে। বাকি সময়ে ব্যবধান কমাতে পারেননি স্বাগতিকরা। ফলে বড় জয় নিয়ে মাঠ ছড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
এ জয়ে ২৩ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৬৩। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৫২। ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**