আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে ( ডিপিএল) সামনে রেখে আগামী ২৫ ফেব্রুয়ারি প্লেয়ার্স বাই চয়েজ ফর্মূলায় হবে ক্রিকেটারদের দল-বদল। তার আগে বৃহস্পতিবারের মধ্যে প্রতিটি ক্লাবের অপরিহার্য তিন ক্রিকেটারের নাম জমা দেয়ার কথা ছিল। সিসিডিএম পেয়েছে সেই লিস্ট।
তবে চলমান নিউজিল্যান্ড সফরে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ডিপিএলের প্রথম ৭ রাউন্ড মিস করবেন বলে টেস্ট স্কোয়াডের কারো নাম অপরিহার্য তালিকায় রাখেনি ক্লাবগুলো।
নবাগত ২টি ক্লাব বাদ দিয়ে অন্য ১০টি ক্লাব তাদের রিটেইন তিন ক্রিকেটারের নাম জমা দিয়েছে, সেই তালিকায় নেই সাকিব,তামিম,মুশফিক,মাহামুদুল্লাহ,মিঠুন,মেহেদী মিরাজ,মুমিনুল,লিটন দাস,মোস্তাফিজ,নাইম হাসান,সাদমান অনীক,খালেদ আহমেদ,তাইজুল,তাসকিন,আবু জায়েদ রাহী,এবাদতের নাম।
ওয়ানডে সিরিজ খেলে মাশরাফির সঙ্গে ফিরে আসবেন সাইফউদ্দিন,রুবেল,সাব্বির,শফিউল,সৌম্য। এই ৬ ক্রিকেটারের মধ্যে শুধুমাত্র মাশরাফিই পেয়েছেন আসন্ন ডিপিএলে ঠিকানা। অবশিস্টরা উঠবেন প্লেয়ার্স ড্রাফটে লটারিতে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ( ডিপিএল) কো-অর্ডিনেটর আমিন খানের দেয়া তথ্য সে কথাই বলছে।
ডিপিএলে রিটেইন ক্রিকেটারদের তালিকা
আবাহনী : মাশরাফি,মোসাদ্দেক সৈকত ও নাজমুল হোসেন শান্ত।
শেখ জামাল ধানমন্ডী : নূরুল হাসান সোহান,তানভীর ও জিয়াউর রহমান।
প্রাইম দোলেশ^ও : ফরহাদ রেজা,মার্শাল আইয়ুব ও আরাফাত সানি।
গাজী গ্রুপ : ইমরুল কায়েস,মেহেদী হাসান ও আবু হায়দার রনি।
খেলাঘর : তানভীর,অঙ্কন ও রবিউল ইসলাম রবি।
প্রাইম ব্যাংক : আরিফুল,জাকির হাসান ও আল আমিন জুনিয়র।
লিজেন্ডস অব রূপগঞ্জ : আফিফ হোসেন ধ্রুব,নাইম শেখ ও নাইম ইসলাম।
মোহামেডান : ইরফান শুকুর, রকিবুল ও কাজী অনীক।
ব্রাদার্স ইউনিয়ন : মিজানুর,জুনায়েদ ও ইয়াসির আলী।
নবাগত বিকেএসপি এবং উত্তরা স্পোর্টিং রিটেইন তিন ক্রিকেটারের নাম জমা দিতে পারেননি। তারা প্লেয়ার্স ড্রাফটের শুরুতে তিনজন করে ক্রিকেটার লটারিতে নিতে পারবে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**