বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন কোচ এরনেস্তো ভালভেরদে। ২০১৯-২০ মৌসুমের শেষ পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন তিনি। নতুন চুক্তিতে রাখা হয়েছে মেয়াদ বাড়ানোর সুযোগও।
নতুন চুক্তি করতে ভালভেরদে রাজি হয়েছেন বলে শুক্রবার বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়।
আথলেতিক বিলবাওয়ে দায়িত্ব পালন করে আসা ভালভেরদে বার্সেলোনার হয়ে দ্বিতীয় মৌসুম পার করছেন। গত মৌসুমে তার অধীনে কাম্প নউয়ের ক্লাবটি লা লিগা ও কোপা দেল রের শিরোপা ঘরে তুলেছিল।
এবারের মৌসুমেও দারুণ ছন্দে এগিয়ে চলছে বার্সেলোনা। এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলে ৬ পয়েন্টের ব্যবধানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। দাপটের সঙ্গে নিশ্চিত করেছে কোপা দেল রের সেমি-ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো।
সপ্তাহের শুরুর দিকেই বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছিলেন, দল কোনো শিরোপা জিতুক আর নাই জিতুক আগামী মৌসুমেও বার্সেলোনার কোচ থাকবেন ভালভেরদে। কয়েক দিনের মধ্যেই নতুন চুক্তির খবর জানালো আসলো।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**