আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোয় পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। নিজের করে নিয়েছেন রেকর্ডটি।
ব্রিজটাউনে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ উইকেটে হারে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরি (১৩৫ রান) করার পাশাপাশি ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নেন গেইল।
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার ৪৪৪ ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ৪৮৮টি! এর মধ্যে তার সবচেয়ে বেশি ছক্কা ওয়ানডে ক্রিকেটে। ২৮৭টি। টেস্টে ছক্কা ৯৮টি, টি-টোয়েন্টিতে ১০৩টি।
তিন ফর্মেটের ক্রিকেটে আফ্রিদির ছক্কা ছিল ৫২৪ ম্যাচে ৪৭৬টি। সবচেয়ে বেশি ছক্কা হাঁকান ওয়ানডেতে, ৩৫১টি!
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**