হ্যামিল্টন টেস্টের তিন বাংলাদেশি সেঞ্চুরিয়ান তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন।
তামিম ১১ ধাপ এগিয়ে সাদা পোশাকের ব্যাটসম্যানদের তালিকায় ২৫ নম্বরে উঠেছেন। প্রথম ইনিংসে ১২৬ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে করেন ৭৪।
মাহমুদউল্লাহ ১২ ধাপ এগিয়ে ৪০ নম্বরে এসেছেন। ২৫ ধাপ এগিয়ে সৌম্য উঠেছেন ৬৭ নম্বরে।
দ্বিতীয় ইনিংসে সৌম্যকে নিয়ে মাহমুদউল্লাহ ২৩৫ রানের জুটি গড়েন। ক্যারিয়ার সেরা ১৪৬ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে সৌম্য প্রথম টেস্ট সেঞ্চুরিতে করেন ১৪৯ রান।
তিনজনের এমন ব্যাটিংয়ের পরও ওই টেস্টে বাংলাদেশ ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরে যায়।
বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম আছেন ৩২ নম্বরে, মুমিনুল হক ৩৫ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ উঠেছেন ৬৩ নম্বরে।
নিউ জিল্যান্ডের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট অর্জন করেছেন কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ডাবল সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে আছেন দুই নম্বরে। ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে বিরাট কোহলি।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**