জনপ্রিয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। আগামী ২৩ মার্চ এ অভিনেত্রীর ৩২তম জন্মদিন। আর এবারের জন্মদিনে নিজেকে ভিন্নধর্মী উপহার দিতে চাইছেন এ অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন কঙ্গনা। এতে তিনি জানিয়েছেন, ভারতের তামিল নাড়ুর কোয়েম্বাটুরে একটি স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নিবেন এ অভিনেত্রী। মেডিটেশনের ওপর আয়োজিত এ অনুষ্ঠান সম্পূর্ণ নির্জন পরিবেশে হবে। এর অংশ হিসেবে টানা ১০ দিন কথা না বলে কাটাবেন তিনি।
এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমি ১৬-১৭ বছর বয়স থেকে ইয়োগা প্র্যাকটিস করি। আমি যে অনুষ্ঠানে যোগ দিচ্ছি তা একটু অ্যাডভান্সড। অনেকদিন থেকেই এটি করতে চাইছিলাম। এ বছর এটির তারিখ আমার জন্মদিনের আগে পড়েছে। ১০ দিন কথা না বলে থাকা অনেক বড় প্রতিজ্ঞা, কিন্তু আমার জন্মদিনের উপহার হিসেবে আমি এটি করতে চাইছি।’
অনুষ্ঠান শেষে সরাসরি নিজের শহর মানালিতে যাবেন কঙ্গনা। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন পালন করবেন। এরপর অশ্বিনী আয়ার তিওয়ারি পরিচালিতপাঙ্গা সিনেমার শুটিং শুরু করবেন এ অভিনেত্রী।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**