রাজধানীর বংশালে এবং আমিনবাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার (৬ মার্চ) ভোরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর আলুবাজার এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে শ্রমিকরা মালামাল নামাচ্ছিল। এসময় একটি মাটিবোঝাই ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের হেল্পার আব্দুর রহমানকে (৪০) ধাক্কা দেয়। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত আব্দুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহীম মণ্ডলের ছেলে। তিনি টঙ্গী এলাকায় থাকতেন।
অপরদিকে আমিনবাজার ভাঙ্গা ব্রিজের কাছে কাঁচামাল বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক ময়নুদ্দিন (৩০) গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ময়নুদ্দিন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মৃত আব্দুল মজিদের ছেলে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**