রোববার লা লিগার ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে গোড়ালির চোটে পড়েন লুইস সুয়ারেজ। ব্যাপারটি নিয়ে সেসময় কিছুই বলেননি তিনি। তবে ম্যাচ শেষ হওয়ার পর বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়েছে চোটের জন্য দুই সপ্তাহ দলের বাইরে থাকবেন উরুগুইয়েন এ ফরোয়ার্ড।
বেতিসের মাঠে ৪-১ গোলে জেতে বার্সেলোনা। যে ম্যাচে লিওনেল মেসি করেন হ্যাটট্রিক। অন্যদিকে সুয়ারেজ করেন একটি গোল। আর কিং লিওয়ের একটি গোলে রাখেন অবদান।
আপাতত আন্তর্জাতিক ফুটবলে বেশ কিছু দিনের বিরতিতে থাকবে বার্সেলোনা। দলটির পরবর্তী ম্যাচে ৩০ মার্চ। ঐদিন এস্পানিওলের মুখোমুখি হবে আরনাস্তে ভালভেরদের শিষ্যরা। তাই সুয়ারেজ ভক্তরা আশা করছেন সে সময় ফিরবেন।
বার্সার হয়ে নির্দিষ্ট সময়ে ফেরার সম্ভাবনা থাকলেও সুয়ারেজ মিস করবেন উরুগুইয়ের হয়ে দুটি ম্যাচ। শুক্রবার চায়না কাপের সেমি-ফাইনালে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে দলটি। আগামী সোমবার ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চীন বা থাইল্যান্ডের মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**