গত বছর ‘ধাড়াক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। প্রথম সিনেমা দিয়েই এই অভিনেত্রী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তার পরবর্তী সিনেমা ‘রুহ-আফজা’। এতে জাহ্নবীর বিপরীতের অভিনয় করবেন রাজকুমার রাও এবং বরুণ শর্মা। সিনেমাটি প্রযোজনা করছেন দিনেশ ভাইজান।
কমেডি ধাঁচের সিনেমা ‘রুহ-আফজা’তে নাকি জাহ্নবীকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার দু’টি চরিত্রের নাম থাকবে রুহ ও আফসানা। বলিউডে দ্বৈত চরিত্রে সিনেমা নব্বই দশকে বেশি দেখা যেত, যা নির্মাতা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এই ধরণের সিনেমায় শ্রীদেবীকেও করতে দেখা গেছে, যেমন ‘চালবাজ’।
‘রুহ-আফজা’ প্রসঙ্গে দিনেশ ভাইজান জানান, রাজকুমার ও বরুণ চমৎকার দু’জন অভিনেতা। কমেডি বিষয়টি তাদের ভেতরে রয়েছে। সিনেমাটির নায়িকা হিসেবে আমাদের এমন একজন অভিনেত্রী প্রয়োজন ছিল যিনি, একসঙ্গে দু’টি চরিত্র করতে পারবেন এবং সে দক্ষতা জাহ্নবীর মধ্যে রয়েছে। তিনি সত্যিই স্ক্রিপ্টের সঙ্গে সংযুক্ত রয়েছেন। তার মেধা এখনও তাজা।’
খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ২০২০ সালের ২০ মার্চ ‘রুহ-আফজা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**