নেইমার ও আনহেল দি মারিয়ার গোলে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল পিএসজি। অঁজির মাঠে শনিবার স্থানীয় সময় বিকেলে লিগ ওয়ানে ২-১ গোলে জিতেছে টমাস টুখলের দল।
ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডান দিক থেকে স্বদেশি ডিফেন্ডার আলভেসের ক্রসে ডাইভিং হেডে জাল খুঁজে নেন নেইমার।
বিরতির পর ৫৮তম মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে দি মারিয়াকে চিপ করেন নেইমার। আর হেডে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
এদিকে ম্যাচের শেষ দিকে ডি-বক্সে মার্কিনিয়োস ফরাসি ফরোয়ার্ড উইলফ্রিদকে ফাউল করলে পেনাল্টি পায় অঁজি। আর পিএসজি অধিনায়ক দেখেন লাল কার্ড। ৮৮তম মিনিটে ফ্লাভিয়াঁ তের নেওয়া স্পট কিক ঠেকিয়ে দিয়েছিলেন জানলুইজি বুফ্ফন; তবে বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে জালে পাঠান ফরাসি মিডফিল্ডার তে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**