নতুন চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। শাকিব খান অভিনীত ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর প্রযোজনায় ফিরেছেন এই সুপারস্টার। আর তাই ছবিটিকে ঘিরে শাকিব- ভক্তদের আগ্রহের কমতি নেই। তাদের জন্য ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম দর্শন প্রকাশ করলেন এই নায়ক।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফেসবুকে শাকিব খানের অফিশিয়াল পেজ থেকে প্রকাশিত হয় ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম লুক। তাতে এক পোস্টারে দেখা যায় তিন শাকিবকে। ডিজিটাল আর্টে করা এ পোস্টারটিতে শাকিবের হাতে দেখা গেছে একটি পেনড্রাইভ।
ছবির পরিচালক মালেক আফসারি জানান, ‘ঈদে মুক্তি পাচ্ছে ‘পাসওয়ার্ড’ ছবিটি। তার আগে ছবির প্রি-লুক প্রকাশ করা হলো। পর্যায়ক্রমে টিজার, ট্রেলার ও গান প্রকাশ করা হবে।’
এদিকে তিনটি গান ছাড়া ছবির শুটিং ও ডাবিং শেষ। মালেক আফসারি জানান, গান তিনটির শুটিংয়ের জন্য আগামী সোমবার তুরস্কে রওনা হচ্ছেন সবাই। গানগুলোর নৃত্যপরিচালক হিসেবে আছেন ভারতের বব ও পবন। ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব খানের নায়িকা শবনম বুবলী।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**