প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বিতর্কও কম হয় না। এবার এক সাক্ষাত্কার দিতে গিয়ে তাকে সরাসরি প্রশ্ন করা হল, কবে তিনি মা হবেন?
নিক জোনাসের সঙ্গে বিয়ের পর থেকে অবশ্য বেশ কয়েকবারই তার গর্ভবতী হয়ে পড়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে সাক্ষাত্কারে প্রশ্ন করা হলে, প্রিয়াঙ্কা অসাধরণ উত্তরও দিয়েছেন। বলেছেন, ‘মা তখনই হব যখন ঈশ্বর চাইবেন।’
ইন্ডিয়া নিউজের সঙ্গে কথা বলার সময় কোয়ান্টিকো তারকাকে প্রশ্ন করা হয় তার মা হওয়া নিয়ে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, মা হওয়ার ইচ্ছে তার নিশ্চয়ই রয়েছে তবে তা নিয়ে কোনও পরিকল্পনা এখনও তিনি করেননি। মাতৃত্ব তার কাছে গর্বের এবং সন্তান জন্ম দেওয়াটা তার কাছে খুবই আনন্দের।
কয়েকদিন আগে নিক অবশ্য বলেছিলেন তিনি খুব তাড়াতাড়ি বাবা হতে চান। সন্তানের বাবা হওয়াটা তার কাছে আসল স্বপ্ন। একজন সন্তানের সঙ্গে জীবন কাটানোটা তার কাছে খুবই প্রিয়।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**