অনেক দিন পর কাছাকাছি সময়ে বলিউডের দুই সিনেমায় দেখা গেছে মাধুরী দীক্ষিতকে। করণ জোহরের ড্রিম প্রজেক্ট ‘কলঙ্ক’ বক্স অফিসে ক্লিক না করলেও প্রশংসা পেয়েছেন এই নায়িকা। বিপরীতে ছিলেন সাবেক প্রেমিক সঞ্জয় দত্ত।
এ নায়িকা এখন শুধুই অভিনেত্রী নন। ছবি প্রযোজনাও করছেন। তবে কিছুদিন ধরে বলিউডে জোর গুঞ্জন চলছিল এবার পরিচালনায় নামতে চলেছেন ‘ধক ধক গার্ল’।
সেই জল্পনায় একেবারে পানি ঢেলে দিলেন মাধুরী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কিছুটা হলেও এখন প্রযোজনার বিষয়টা বুঝি। ধীরে ধীরে আরও শিখছি। যদিও এর বেশি কিছু করতে চাই যা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”
পরিচালনায় আসা নিয়ে মাধুরীর বক্তব্য, “আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত তাই পরিচালনার কাজটা অনেক সামনে থেকে দেখেছি। আমি দেখেছি কীভাবে পরিচালকেরা কাজ করেন। তবে আমি বলব না আমি সবটা বুঝি। তাই পরিচালনার আগে আমার অনেকটা শেখার প্রয়োজন রয়েছে।”
অর্থাৎ, বুঝে-শুনে পরিচালনার মাঠে নামতে চান মাধুরী। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একই সাক্ষাৎকারে বলিউডের নারী পরিচালকদের প্রশংসাও করেন তিনি।
মাধুরী প্রযোজিত মারাঠি ভাষার সিনেমা ‘১৫ আগস্ট’ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাস দেড়েক আগে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**