জেলার নাচোল উপজেলার ঘিয়ন এলাকায় সোমবার ভোরে ট্রেনে কাটা পড়ে অনন্ত মার্ডি (২৫) নামে এক আদিবাসি যুবক নিহত হয়েছে।
নিহত অনন্ত মার্ডি উপজেলার নেজামপুম ইউনিয়নের বেচন্দা গ্রামের বুধরাই মার্ডির ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহমেদ জানান, সোমবার ভোর ৩টার দিকে অনন্ত মার্ডি বাইসাইকেলযোগে নেজামপুর রেল ষ্টেশনের অদুরে ঘিয়ন এলাকায় রেল ক্রসিং পার হচ্ছিলো। এসময় খুলনা থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস টেনে কাটা পড়ে সে নিহত হয়।
পরে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**