আগামী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির জন্য নিলাম তথা প্লেয়ার্স ড্রাফটে রেকর্ডসংখ্যক খেলোয়াড়কে রেখেছে আয়োজকরা। ভিন্ন ভিন্ন ২০ দেশের ৫৩৬ জন খেলোয়াড়কে নিয়ে ৬ দলের নিলামটি হবে আগামী ২২ এপ্রিল।
সে তালিকায় বাংলাদেশ থেকেও রয়েছে এক ঝাঁক ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে পরিচিত মুখ সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে হালের মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুবসহ মোট ১৮ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে সিপিএল আয়োজকরা।
এরই মধ্যে সিপিএলে খেলার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের ৪ ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজের। এবারের নিলামে এদের বাইরে কাউকে কেনা হলেও যোগ হবে নতুন নাম।উল্লেখ্য চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিপিএলের সপ্তম আসর, শেষ হবে ১২ অক্টোবর।
নিলামে বাংলাদেশের ১৮ ক্রিকেটারের তালিকা
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব এবং জুবায়ের হোসেন লিখন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**