ষষ্ঠবারের মতো পিচিচি ট্রফি জিতে দুটি রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। একটি যৌথভাবে, আরেকটি এককভাবে।
মেসি স্প্যানিশ ফরোয়ার্ড তেলমো সাররার রেকর্ড স্পর্শ করেছেন। সাররা ৬৬ বছর আগে ষষ্ঠবারের মতো পিচিচি ট্রফি জেতেন। মেসি এই নিয়ে টানা তিনবার এই ট্রফি জিতলেন।
এই মৌসুমে মেসি কেমন ফর্মে ছিলেন, সেটি আরেকটি রেকর্ড থেকে বোঝা যায়। সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লুইস সুয়ারেজ এবং করিম বেনজেমা তার থেকে ১৫ গোলে পিছিয়ে! এত ব্যবধানে এগিয়ে থেকে এর আগে কোনো খেলোয়াড় পিচিচি ট্রফি জেতেননি।
১৯৮৬-৮৭ মৌসুমে হুগো সানচেজ ১৪ গোলের ব্যবধানে এগিয়ে থেকে ট্রফিটি জিতেছিলেন।
২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ মৌসুমেও টানা তিনবার পুরস্কারটি নিজের দখলে নেন মেসি।
রোববার বার্সা তারকা জোড়া গোল করেন। তবু তার দল এইবারের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**