ভারতে আইনি স্বীকৃতি পেয়েছে সমকামিতা। দেশটির ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। আদালত কর্তৃক স্বীকৃত হলেও সামাজিকভাবে এখনো সমকামিতা সেভাবে স্বীকৃতি পায়নি। যার কারণে বিভিন্ন সংগঠনও কাজ করে যাচ্ছে বিষয়টিকে স্বাভাবিক করার জন্য।
সিনে পাড়ার মানুষজনও তাদের কাজের মাধ্যমে সমকামিতার বিষয় তুলে ধরছেন। তেমনই একটি সিনেমা ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’। যেটাতে অভিনয় করেছেন অনিল কাপুর ও সোনম কাপুর। বাবা-মেয়ে এই প্রথমবারই একসঙ্গে সিনেমায় কাজ করলেন।
এই সিনেমায় সোনম কাপুর একজন সমকামীর চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্র নিয়ে আলাদা কোনো ভয় ছিল কিনা? এমন প্রশ্নের জবাবে সোনম বলেন, আমার চরিত্রটা দেখে যদি একজন মানুষের জীবনেও কোনও পরিবর্তন আসে, কোনো একজনও যদি উপকার পান, তাহলেই আমি খুশি। আর সমকামীর চরিত্র বলে আমার আলাদা করে কোনো ভয় ছিল না। নেগেটিভিটি নিয়ে ভাবিনি আমি।
‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ সিনেমাটি পরিচালনা করেছেন শেলি চোপড়া ধর। বিধু বিনোদ চোপড়া প্রযোজিত সিনেমাটি বক্স অফিসে লাভের মুখ দেখেছিল।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**