স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রবিবার বলেছেন, রাজধানীর মালিবাগ ও গুলিস্তান এলাকায় পুলিশের ওপর বোমা হামলাকারীদের শনাক্ত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে।
ফার্মগেটে তেজগাঁও বিজ্ঞান কলেজে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ সামগ্রী প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘জঙ্গিরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করলেও তাদের বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা নেই।’
গত ২৬ ও ২৯ এপ্রিল পর্যায়ক্রমে রাজধানীর মালিবাগ ও গুলিস্তানে বোমা হামলার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়।
ঈদে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বড় ঈদ জামাতগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বড় বড় জামাতে সাদা পোশাকে, ইউনিফর্মে এবং ছদ্মবেশে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**