জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও বুবলী জুটি বাঁধলেন পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ছবি ”মনের মতো মানুষ পাইলাম না”তে। গতকাল থেকে এফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়েছে।
আগামীকাল ঢাকায় ছবিটির আনুষ্ঠানিক মহরতের আয়োজন করা হয়েছে। প্রায় ৬ বছর আগে একই পরিচালক এই ছবিটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে। সেই সময় ছবিটির মহরত হলেও শেষ পর্যন্ত আর ছবিটির শুটিং হয়নি।
এ প্রসঙ্গে জাকির হোসেন রাজু বললেন,”যে কোন কারণেই হোক শাকিব-অপুকে নিয়ে ”মনের মতো মানুষ পাইলাম না” ছবিটির মহরত করেও শুটিং শুরু করতে পারিনি। তবে এবার সে একই আমার লেখা গল্প নিয়ে ছবিটি নতুন করে শুরু করেছি। এবার শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে রয়েছেন বুবলী। গতকাল আমরা প্রথম শুটিং শুরু করেছি ছবিটির। ”
এদিকে,এই ছবিটি ছাড়াও ”আগুন” নামে নতুন আরেকটি ছবি শুরু করার ঘোষণা দিয়েছেন জাকির হোসেন রাজু। এতে শাকিবের বিপরীতে কলকাতার নায়িকা নুসরাতের অভিনয়ের কথা রয়েছে। দুটি ছবিই প্রযোজনা করছে দেশ বাংলা মাল্টিমিডিয়া।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**