কোপা আমেরিকার শেষ আটের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই মেসির আর্জেন্টিনার সামনে। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টাইনরা। কিন্তু শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
ম্যাচের ৩৭তম মিনিটে রিচার্ড সানচেজের গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিরতির পর ম্যাচের ৫৭তম মিনিটে সমতায় ফেরে আর্জেন্টিনা। ভিএআরের কল্যাণে পাওয়া পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি।
ছয় মিনিট পরই অবশ্য জয়সূচক গোল পেয়ে যেতে পারত প্যারাগুয়ে। কিন্তু স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে পারেননি দার্লিস গঞ্জালেজ। তার শট রুখে দেন আলবিসেলেস্তে গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি।
ফলে ২ ম্যাচ থেকে আর্জেন্টিনার অর্জন মাত্র ১ পয়েন্ট। ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী রবিবার রাতে (২৪ জুন) তারা মাঠে নামবে কাতারের বিপক্ষে।
এই গ্রুপে দিনের আগের খেলায় দুভান জাপাতার গোলে কাতারকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**