আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে আগামী ২ জুলাইয়ের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সোমবার আফগানিস্তানের বিপক্ষে কাফ মাসলে চোট পেয়েছেন তিনি। চোট পেয়ে খুঁড়িয়ে রান নিচ্ছিলেন মাহমুদউল্লাহ।
বাংলাদেশের ফিজিও থিলান চন্দ্রমোহন মঙ্গলবার জানিয়েছেন, গ্রেড ওয়ান ধরনের ইনজুরিতে পড়েছেন রিয়াদ। সুস্থ হতে ৮ থেকে ১০ দিন সময় লাগবে।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা তাকে আগামী দুই-তিন দিন পর্যবেক্ষণ করবো এবং তারপরই পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেব।’
তবে ভারতের বিপক্ষে ফিরতে আত্মবিশ্বাসী এ অলরাউন্ডার।
গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, আগামী ম্যাচে মূল একাদশে খেলতে তিনি আত্মবিশ্বাসী।
এদিকে বেশ কিছুদিন ধরে কাঁধের ইনজুরিতেও ভুগছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একারণের এবারের বিশ্বকাপে এখনো তাকে বল হাতে দেখা যায়নি।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**